Tuesday, February 21, 2023

Auto Discovery Mode And Localhost's Gruesomeness

 



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব,, 

আপনাদের সবার সিকিউরিটি নিশ্চিত করণের লক্ষ্যেই আজকের এই পোস্ট,, যাদের মোবাইলে উপরে দেওয়া ছবির অপশন দুটো চালু অন আছে,, আপনারা এই দুটো অপশন বন্ধ করে দিন,, 

এখন আপনারা বলতে পারেন এই অপশন দুটো চলু থাকলে কী হয়,, আসলে এই অফশন গুলো চালু থাকলে আপনাদের ডিভাইস মুলত ডিসকাভারি (Discovery) মোডে থাকে,, যার ফলে আপনাদের ডিভাইস প্রতিনিয়ত কোনো না কোনো ফ্রী নেটওয়ার্ক খুজতে থাকে,, যখনই আপনাদের ডিভাইস কোনো ফ্রী নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যায় তখন কিন্তু আপনারা হ্যা*কারের কবলে পড়তে পারেন,, এমন-ও হতে পারে ওই ফ্রী নেটওয়ার্ক একজন হ্যা*কার দিয়ে রাখসিলো,, আর সব সময় চাইবেন প্রয়োজন ব্যাতিত ব্লুটুথ এবং ওয়াই-ফাই বন্ধ রাখতে,, এবং আর একটা কথা কেউ একই ওয়াই-ফাই নেটওয়ার্ক এর আন্ডারে থাকলে,, সবসময় চেক দিবেন নিজের ডিভাইসে লোকাল সার্ভর অফ আছে কিনা,,
যদি অন থাকে তাহলে সমস্যা,, চাইলে একই নেটওয়ার্কে থাকা অন্য জন কিন্তু তার ডিভাইস থেকেই আপনাদের ফাইলের ডাটা দেখতে এবং ডাউনলোড করতে পারবে,,

তাই আমি বলবো,, আপনাদের উচিত এই দুটো অপশন বন্ধ রাখা,, এই দুটো অপশন আপনারা আপনাদের সেটিংসের সার্চ বক্সে "Scanning" লিখে সার্চ করলে পেয়ে যাবেন,,

©️ Maksudur Rahaman & Github : h4x0r3rr0r

No comments:

Post a Comment

Some Useful Automation Tools For Bu Bounty Hunting

  আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব,, সবাই ভালোই আছেন আশা করি,, আজ আপনাদের সাথে কিছু টুলস এর নাম শেয়ার করতে যাচ্ছি ...