Sunday, January 29, 2023

What is Cryptography??


ক্রিপ্টোগ্রাফি কী??


ক্রিপ্টোগ্রাফি হলো এক ধরনের এনক্রিপ্টেড ডাটা ট্রান্সফারিং সিস্টেম,, 

এবং সাথে এইটাও বলি আমদের প্রত্তেকের ডিভাইসের রুট [root] ডিরেক্টরিতে একপ্রকার "Key" থাকে,, এইটা এখন জেনে রাখুন আপাতত,, এইটার কাজ আমি নিচে উল্লেখ করেছি,,


আমি এইখানে একজনকে সেন্ডার হিসেবে বা প্রেরক হিসেবে ধরব,, এবং অন্য জনকে রিসিবার হিসেবে বা প্রাপক হিসেবে ধরব,,


একজন মূল আলোচনায় আসা যাক,,

আমরা যখন কাউকে কোনো ম্যাসেজ পাঠাই বা কোনো সেন্ডার যখন কাউকে ম্যাসেজ পাঠায় তখন সেটা ক্রিপ্টোগ্রাফির ভাষায় প্লেইন টেক্সট (Plain Text) অবস্থায় থাকে এবং সেই ম্যাসেজ কিন্তু সরাসরি রিসিভার এর কাছে যায় না,, এই ম্যাসেজ প্রথমে সেন্ডার হতে ইন্টারনেটে যায়,, আসল ঘটনা এইখানে,, ম্যাসেজটা ইন্টারনেটে যাওয়ার সময় সেই ম্যাসেজটা সেন্ডারের ডিভাইসে থাকা "Key" এর দ্বারা এনক্রিপ্টেড মানে লক হয়ে যায় যেটাকে ক্রিপ্টোগ্রাফির ভাষায় সাইফার টেক্সট (Cipher Text) বলে এনং যখনি সেটা ইন্টারনেটে প্রবেশ করে সেটা আর সেন্ডার কন্ট্রোল করতে পারে না বা সেন্ডার এর হাতে থাকে না,,


এখন আসা যাক রিসিবার এর কাছে,, 


তারপর যখনি সেই সাইফার টেক্সট (Cipher Text) মানে ইন্টারনেটের মাধ্যমে আসা টেক্সটা রিসিভারের ডিভাইসে থাকা সেই "Key" দ্বারা কম্বাইন হয়ে আগের প্লেইন টেক্সটে (Plain Text) রুপান্তর হয়ে যায়,, যাতে রিসিভার সেই ম্যাসেজটা বুঝতে পারে,, 


এই ক্রিপ্টোগ্রাফি সিস্টেমটা চালু করার কারন কী এখন সেদিকে আসা যাক,,


এইটা করার মুল কারণ হচ্ছে হ্যা*কা*র*দের থেকে আপনাদের কথোপকথনকে নিরাপদ রাখা,, কারন অনেক সময় অনেক হ্যা*কা*র ইন্টারনেটে ফাঁদ পেতে রাখে,, যেহেতু প্রথমে টেক্সটা ইন্টারনেট হয়ে যায় সেটা অবশ্যই হ্যাকার এর হাতে পড়তে পারে বা হ্যা*কা*র ক্যাপচার করে নিতে পারবে সেই টেক্সট,, যেটাকে "Man In The Middle Attack" বলে,, যেহেতু হ্যা*কা*র সেন্ডার এর রিসিবার এর মাঝখানে মানে ইন্টারনেটে থাকে তাই এই অ্যাটাকের নাম "Man In The Middle Attack" এখন সে হ্যা*কা*র যদি সেন্ডার টেক্সট পেয়েও যায়,, সেটা ডিক্রিপ্ট করা বা ক্র্যাক করা হ্যাকার এর জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে কারণ তাফ কাছে সেই "Key" থাকে না ডিক্রিপ্ট করার জন্য,, 


একটা উদাহরণ দেয়া যাক,,

সেন্ডার এর লিখা ম্যাসেজ "Hello" (Plain Text)

ইন্টারনেটে যাওয়ার আগে সেটা "Key" এর সাথে মিলে এনক্রিপ্ট হয়ে যাবে "jknnq" (Cipher text)

এবং এই (Cioher Text) টাই রিসিবার পায়,, এবং তারকাছে থাকা "Key" দ্বারা ডিক্রিপ্ট হয়ে যায় আর আগের Plain Text-এ ফিরে আসে,,

আপনারা ওয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে খেয়াল করেছেন লিখা থাকে "End-to-End Encryption" 

যেটা ক্রিপ্টোগ্রাফি দ্বারাই পরিচালিত,,

এজন্যই মুলত এই সিস্টেম চালু করা এবং এই প্রসেসটা খুব দ্রুত হয়ে থাকে,,


হ্যাপি হ্যা*কিং 😊🤖

©️ Maksudur Rahaman & h4x0r3rr0r

No comments:

Post a Comment

Some Useful Automation Tools For Bu Bounty Hunting

  আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব,, সবাই ভালোই আছেন আশা করি,, আজ আপনাদের সাথে কিছু টুলস এর নাম শেয়ার করতে যাচ্ছি ...