Sunday, January 29, 2023

What Is OSINT??


OSINT কী??

আজ আমরা জানবো OSINT সম্পর্কে,, 


OSINT এর সম্পুর্ন রুপ হলো "Open Source Intelligence", আপনারা বলতে পারেন বা আপনাদের মাথায় এই প্রশ্ন আসতে পারে, এইটার কাজ কী,

এইটা দিয়ে কী করে,, খায় নাকি মাথায় দেয়,,,


তাহলে বলি এইটার আসল কাজ কী,,, এইটা মুলত একটা কোনো একটা মানুষ, কোনো একটা বস্তু বা কোনো একটা সংস্থা সম্পর্কে ইনফরমেশন গেদার করার সিস্টেম,, যেটাকে হ্যা*কিং এর ক্ষেত্রে " Recon" বা "Reconnaissance" বলে,, এখন বলতে পারেন এই "Recon" দিয়ে একজন হ্যা*কা*রে*র কী লাভ বা কী কাজ,,


পৃথিবীতে কিছুই কারণ ছাড়া ঘটে না বা করা হয় না,, সবকিছুর পিছনে একটা কারণ থাকে,,

এখন সেই হ্যা*কা*রে*র কারণ বা উদ্দেশ্যে আসা যাক,, 


ধরেন একজন হ্যা*কা*র আপনার তোলা কোনো একটা ছবি যেকোনো উপায়ে পেয়ে গেলো,, এখন সে চাইলেই কিন্তু ওই ছবির মেটাডাটা "Metadata" (যেখানে কোনো কিছুর তথ্য জমা থাকে) থেকে চাইলে আপনার সম্পর্কে বা আপনার ডিভাইস সম্পর্কিত অনেক তথ্য পেতে  পারে,, যেমনঃ

আপনার ডিভাইসের নাম,

আপনাদ ডিভাইসের ভারশন অথবা মডেল,,

অথবা আপনার ওই ছবিটা কোথায় উঠানো হয়েছে সে যায়গার লোকেশন-ও পেতে পারে,,


এখন বলতে পারেন একজন হ্যা*কা*র এসব দিয়ে কী করবে তার কী কাজ এইগুলো দিয়ে,, একজন হ্যা*কা*র আপনার মোবাইলেরর এক্সেস নেওয়ার জন্য ওই ছবি থেকে প্রাপ্ত আপনার ডিভাইসের নাম এবং ভার্সন অনুযায়ী নির্দিষ্ট একটা ম্যালওয়্যার বানাতে সক্ষম,, যেটা আপনার ডিভাইসের কোনো সমস্যা ছাড়াই সেই ডিভাইসের "Firewall" ভেঙে ম্যালওয়্যারটি কাজ করতে পারবে,, 


যার মাধমে সে আপনার ডিভাইসের Webcam, Microphone, Sms Dump, Contact Dump, Screenshot, Sending Message From Your Number এবং আরো অনেক কিছু,


অথবা ধরেণ সে আপনার নিজেরই একটা ছবি পেল,, তাহলে সে "Reverse Image Search" এর মাধ্যমে সেই হ্যা*কা*র আপনার তৈরি করা কিছু সোশ্যাল এউন্টের ঠিকানাও পেত্ব পারে,, যার মাধ্যমে সে সহজেই আপনার উপর নজরদারি রাখতে সক্ষম,, 

এছাড়াও OSINT এর আরো অনেক সেক্টর আছে,,


এসব করার জন্য অনেক টুলস আছে যেমনঃ Exiftool, Osintgram এমন আরো অনেক আছে,,


তাই ইন্টারনেট ব্যবহারে এবং সাইবার ওয়ার্ল্ডে সাবধানতা অবলম্বন করবেন এবং নিজেকে যত পারেন সাইবার ওয়ার্ল্ড থেলে Anonymous রাখার চেষ্টা করবে,, আপনারা বলতে পারেন তাহলে আমি কেনো Anonymous নেই,,

আমি সাবধানতা অবলম্বন করেই আছি,, আর আমি এইসব বিষয় প্র্যাক্টিক্যালি করেছি ওই হিসেবে,,

আজ এতটুকুই,,


হ্যাপি হ্যা*কিং 🤖

Picture from : an0n ali

©️ Maksudur Rahaman & h4x0r3rr0r

No comments:

Post a Comment

Some Useful Automation Tools For Bu Bounty Hunting

  আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব,, সবাই ভালোই আছেন আশা করি,, আজ আপনাদের সাথে কিছু টুলস এর নাম শেয়ার করতে যাচ্ছি ...