"Tor Browser" Or "Orbot Browser" For Dark Web Browsing And "Proxychains"
আজকে আমরা আলোচনা করবো Tor Browser বা Orbot Browser এবং Proxychains নিয়ে,
প্রথমেই বলে দেই Tor এর পূর্ণ রুপ হলো The Onion Routing
আর TLD = Top Level Domain বলতে ওয়েবসাইটের শেষের Extension গুলো কে বুঝায় যেমন ".com" ".in" ".xyz" ".bd" এইগুলো,, আর এইগূলা মুলত Surface Web এর ওয়েবসাইট গুলোর জন্য ব্যবহার করা হয়,,
হ্যা*কা*র*রা ডার্ক ওয়েবে ঢুকতে গেলে Tor Browser বা Orbit Browser কেনো ইউজ করে,, আর Tor Browser, Orbot Browser এর লোগো বা আইকন পেঁয়াজ (onion) এর মতো কেনো,, আর ইন্টারনেটর অন্ধকার জগৎ Dark Web এর ওয়েবসাইট গুলার শেষে মানে [TLD = Top Level Domain] ".onion" যেটা বাংলায় পেঁয়াজ থাকে কেনো??
এক কথায় বলতে গেলে এইটা Proxychains এর জন্য ".onion" থাকে,, বা Tor Browser এর লোগো থাকে,,
Proxychains টা হয়ত আমাদের অনেকেই জানে না প্রায়,,
ওইটা হলো এক ধরনের বন্ধন,,
মানে অনেক গুলো আইপি এড্রেসের [IP Address = Internet Protocol Address] এর বন্ধন,,
মানে অনেকগুলো আইপি একাটার সাথে একটা যুক্ত হয়ে একটা চেইন তৈরি করে,,
এইটাকেই Proxychains বলে,,
যাতে হ্যাকারদের সহজে ধরা না যায়,, আমরা তো জানি আইপি দিয়ে লোকেশন পাওয়া যায়,, তাই তারা অনেক গুলা আইপি ইউজ করে Proxychains বানায়,, যার ফলে তাদের আসল লোকেশন পাওয়া যায় নাহ,, লোকেশন একেক সময় একেক জায়গায় দেখায়,,
আর আমরা জানি পেঁয়াজের অনেক গুলা পার্ট থাকে,,
মানে একটা খোশা ছাড়ালে আরেকটা খোশা, ওইটা ছাড়ালে আরেকটা খোশা,,
এইটা ঠিক সেই Proxychains এর মতো,,
মানে একটা আইপি খুজে পেলে আরেকটা আইপি, আবার সেই নতুন আইপি এর ভিতরে গেলে আরো একটা আইপি,,
তাই Tor Browser আর Orbot Browser এর লোগো পেঁয়াজের মতো এবং ওয়েবসাইট গুলার শেষে TLD থাকে ".onion"
এইটা সম্পুর্ন আমার ব্যাক্তিগত ব্যাখ্যা, যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন,,
হ্যাপি হ্যা*কিং 💀🤖
Picture from : Google
©️ Maksudur Rahaman & h4x0r3rr0r
No comments:
Post a Comment