Artificial Intelligence নিয়ে ভুল ধারনা,,
আজ আপনাদের একটি বিভ্রান্তি বা ভুল ধারনা পরিষ্কার করা যাক,,
লিখা গুলো মন দিয়ে পড়লে বুঝতে পারবেন আশা করি,,
অনেককেই দেখেছি "ChatGPT = Chat Generative Pre-trained Transformer" এবং এর মতো অন্যান্য "AI = Artificial Intelligence" এর বট গুলোকে নিয়ে অনেক বিভ্রান্তিতে আছেন,,
মানে এসব "AI" কী আপনাদের কর্মক্ষেত্র দখল করে নিবে কি-না বা আপনারা এইসব "AI" এর কারনে আপনাদের চাকরি বা পেশা হারিয়ে ফেলবেন কি-না??
আসলে এইরকম কিছুই না,, এসব আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বট দের তৈরি বা ট্রেইনই করা হয়েছে মানুষের কাজ সহজ করার জন্য,, মানুষকে কাজে সাহায্য করার জন্য,, তারা কিন্তু নিজে নিজেরা তৈরি হয় নি,, তাদের মানুষই সৃষ্টি করেছে মানুষের বুদ্ধিমত্তা দিয়ে,, সুতরাং,, তাদের বুদ্ধিমত্তার সাথে মানুষের বুদ্ধিমত্তার তুলনা করাই যায় না,, তারা নিজেরা একা একা কিছু করতে পারবে না,, তারা সুধু মানষের কমান্ড ছাড়া অচল,, তারা ততক্ষনই কাজ করতে পারবে যতক্ষন মানুষ কোনো কমান্ড দিবে বা কোন কাজ করতে বলবে,, এসব আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স যতই উন্নত হোক না কেনো একজন সত্যি কারের মানুষের মতো তারা কখোনই আচারন করতে পারবে না,,
কিছু উদাহরণ দেই যাতে আপনারা আরো সহজে বুঝতে পারেন,,
যারা ডিজাইন করেন তাদের ক্ষেত্রেঃ
ধরুন একটি প্রতিষ্ঠানের তাদের ওয়েবসাইট এর জন্য একটি "UI/UX" ল্যান্ডিং পেইজ (সাধারনত আমরা ওয়েবসাইটে ঢুকলে যে পেইজ প্রথমে দেখায়) এর ডিজাইন তৈরি করা লাগতেছে,, তারা চাইলেই একটা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে একটা ডিজাইন এর আইডিয়া পেতে পারে,, তখন সেখান থেকে সুধু ধরেন একটি এলিমেন্টই তাদের লাগতেসে বাকি গুলো লাগতেসে না,, কিন্তু পরে যদি তারা আবার ওই নির্দিষ্ট এলিমেন্টের জন্য আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে আবার কমান্ড দেয় তাহলে কিন্তু তারা আগেরটার মতো হুবহু এলিমেন্ট পাবে না,, কারণ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স গুলো সবসময় একই প্রসেস-এ কাজ করে না,, তারা একেক সময় একেক ধরনের ইম্যাজিনেশন করে,, তাই শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানটিকে আপনার কাছেই আসতে হবে,, কারন তারা যেমনটা চাইবে সেটা আপনি করে দিতে পারবেন এবং চাইলে পরে সেটা কাস্টমাইজ ও করতে পারবেন,,
কিন্তু একটা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স কোনো ডিজাইন দেওয়ার পর পরে সেটাকে আবার ইউজারের মন মতো কাস্টমাইজ করতে পারে না,,
যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে আছেন বা আসতে চান তাদের ক্ষেত্রেঃ
এখন ধরেন সেই একই প্রতিষ্ঠানের সেই বানানো ওয়েবসাইটটায় কোনো এক রেড টিম মানে কোনো আনইথিক্যাল হ্যা*কা*ররা এট্যাক করে বসলো,, তখম সেই এট্যাকাটা কিন্ত কোনো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স তার বুদ্ধিমত্তা দিয়ে পুরোপুরি ডিফেন্স করতে পারবে না,, সেখানে অবশ্যই একজন সত্যিকার মানুষের দিক নির্দেশনা প্রয়োজন, কারণ এট্যাকটাই একজন সত্যিকারের মানুষ পারফর্ম করছে,, আমি আগ্বি বলেছিলাম একজন মানুষের আর একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের বুদ্ধিমত্তা বা টেকনিক কখনোই সমান হবে না,, আকাশ পাতাল পার্থক্য থাকবে,,
আমি এইখানে সুধু দুইটা ফিল্ডের উদাহরণ দিলাম,, এইরকম অন্যান্য ফিল্ড গুলায় একই,, আর একটা কথা মাথায় রাখবেন তাদের তৈরিই করা হয়েছে সুধু মানবসভ্যতাকে সহজ করার জন্য,,
তাই এসব আবোল তাবোল ভাবনা বাদ দিয়ে নিজের ক্যারিয়ারের দিকে নজর দেন,,
সবার জন্য শুভ কামনা,,
©️ Maksudur Rahaman & github : h4x0r3rr0r
No comments:
Post a Comment